নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট জুয়াড়ির ফোন আলাপ গোপন রাখায় আইসিসি থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছে বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান। এ নিয়ে বিশ্বে চলছে আলোচনা ও সমালোচনা। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন সাকিবের চাওয়াতেই নাকি এসেছে ভারত সফরের আগে এই নিষেধাজ্ঞা! সাকিব ইস্যুতে আকরাম খান যমুনা টিভির দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন-
তিনি জানান, ‘আগেও আমরা বলেছি, আমরা কিন্তু কোনকিছু জানতাম না। অনেকে ভাবছেন এ সময়ে কেনো এটি এলো। ওরা সাকিবকে বলেছিল আরও কিছুদিন পর নিষিদ্ধ করবে। আসলে এটা এখন না হলে ভারত সফরের মাঝামাঝি সময়ে আসতে পারতো। সেটি গোটা দলের জন্য খারাপ হতো, সাকিবও তা চায়নি। এটি তার মুখেরই কথা। তাছাড়া, আরও কিছুদিন দেরি হলে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সে মিস করতো। এখন সে সম্ভাবনাটা টিকে আছে।’
তাছাড়া তিনি আরও যোগ করেন, ‘এখানে সময় তো আর গুরুত্বপূর্ণ না আমাদের কাছে। তার নিষেধাজ্ঞা কতদিনের সেটি গুরুত্বপূর্ণ।’
ক্রিকেট প্রেমীরা দীর্ঘদিনের জন্য সাকিবকে মিস করবে। গত ২৯ অক্টোবর আইসিসি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে নিষিদ্ধ নিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে সাকিব আল হাসানকে ২২ গজে দেখা যেতে পারে আগামী বছরের ২৯ অক্টোবর।