সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সের দিনে দলের নাটকীয় হার!!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ারলীগ সিপিএলে নিজের প্রত্যাবর্তনটা নাটকীয় হার দিয়ে হলো বিশ্বাসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।২ বছর পর সিপিএলে ফিরে প্রথম ম্যাচটা ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স করেও দলের পরাজয় ঠেকাতে ব্যর্থ সাকিব।নাটকীয় ভরা এই ম্যাচে সাকিবের বার্বাডোস ট্রাইডেন্টস ১ রানের ব্যবধানে হেরেছে সেন্ট কিটসের বিপক্ষে।

২ বছর পর সিপিএলে ফিরে আসরে আজ নিজের প্রথম ম্যাচে নিজের নতুন দল বার্বাডোসের হয়ে মাঠে নামেন সাকিব।প্রত্যাবর্তনের ম্যাচটায় ব্যাটে-বলে সাকিব ছিলেন দুর্দান্ত।বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ১ মেইডেনসহ মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট তুলে নেন সাকিব।এছাড়া ব্যাট হাতে সাকিবের পারফরম্যান্স ছিল আরো উজ্জ্বল।মাত্র ২৫ বলে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রানের দারুন একটি ইনিংস খেলেন তিনি। ব্যাটে বলে নিজে উজ্জ্বল থাকলেও দলীয় ব্যর্থতার কারনে সাকিবের দল হেরেছে ১ রানে।

উল্লেখ্য আগে ব্যাট করে সাকিবের বার্বাডোসকে ১৫০ রানের মাঝারি টার্গেট ছুড়ে দিয়েছিল সেন্ট কিটস।
১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সাকিবের বার্বাডোস বেশ কয়েকবার ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখতে সক্ষম হলেও শেষের দিকের নাটকীয়তায় এক রানের ব্যবধানে হেরে যায় তারা।

সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট কিটস এন্ড নেভিস: ১৪৯-৭ (২০)
ব্রুকস ৫৩ এলেন ২০ টমাস ২০
গার্নি ২৩/২ ওয়ালশ ৩৭/২ সাকিব ১৪/১

বার্বাডোস: ১৪৮-১০ (২০ ওভার)
সাকিব ৩৮ রেইফার ৩৪ হেলস ১৯

ফলাফল: সেন্ট কিটস ১ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »