সাকিবের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে দলে?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে বাংলাদেশ দলের একমাত্র ক্রিকেটার হিসেবে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। পুরো আসরেই দলকে একা টেনে নিয়ে যাওয়া সাকিবের প্রতি আস্থার পারদ তাই বহুগুন বেড়ে গেছে দলের। কিন্তু ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছুটিতে রয়েছেন তিনি।

সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি বলেই দাবি করেছিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহ্মুদ সুজন। সেটা যে বাস্তবতার সাথেও মিল রয়েছে এটা অস্বীকার করার নেই কোনো অবকাশ।

তবে সাকিব না থাকলেও নিজেদের সেরাটা দিয়ে লঙ্কা জয়ে মগ্ন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। সাকিব না থাকলেও দুশ্চিন্তা করতে নারাজ তামিম। তিনি জানান, ‘যারা স্কোয়াডে আছে সবারই সামর্থ রয়েছে। যে দলে নেই তাকে নিয়ে ভাবতে চাচ্ছি না। সাকিব অবশ্যই বিশেষ কিছু। বাংলাদেশের জন্য যেটুকু করেছে তা দারুণ। তাই তাকে নিয়ে কথা না বলাই ভালো। কারন আমাদের বাকি যে ১৫ জন আছে সবাই সামর্থ্যবান।’

লঙ্কানদের বিপক্ষে ম্যাচে একাদশ নিয়ে কথা বলতে গিয়ে তামিম জানান, ‘যারা প্রথম ম্যাচের একাদশে থাকবে তারা যেন সুযোগ কাজে লাগায় সেটাই করা উচিত। কালকে যে প্রস্তুতি ম্যাচটা আছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের জন্য যে একাদশ নিয়ে ভাবছি তাই করার চেষ্টা করব। এটা নির্ধারন করবেন কোচ ও নির্বাচকরা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »