নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে । সেই আলোচনায় সবার আগে রয়েছে সাকিব আল হাসানের নাম। কিন্তু বিসিবির এখনো সাকিবের সঙ্গে আলোচনা করেনি।
শনিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় সংবাদমাধ্যমের একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি জানান সাকিবকে অধিনায়ক করলে আরও দুই বছর খেলবেন কি না তা নিয়ে সন্দেহ আছে তার।
পাপন বলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সাথেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’
আরএ/নিউজক্রিকেট২৪