নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই বছর আগের কথা। ম্যাচ পাতানোর মতো একটি জঘন্য প্রস্তাব পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে সময়ে প্রস্তাবটি উপেক্ষা করে গেলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিকে অবগত না করায় নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় পড়েছে এ অলরাউন্ডার। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিবকে সর্বাত্মক সহযোগিতা করবে বিসিবি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২৯ অক্টোবর) এক সম্মেলন চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীকে সাকিব ইস্যুতে কথা বলার জন্য অনুরোধ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী জানান, ‘দেখেন ও একটা ভুল করে ফেলেছে। আসলে যখন তারা (জুয়াড়িরা) প্রস্তাব দিয়েছিলো তখন সাকিব খুব একটা গুরুত্ব দেয় নি। ফলে আইসিসিকে জানায়ও নি। যদিও বিষয়টি আইসিসিকে জানানো উচিত ছিলো। বিসিবি থেকে এ বিষয়ে সাকিবকে সর্বোচ্চ সমর্থব দিবে। আপনাদের পত্রিকাতেও কিন্তু খবরটা আছে যে, বিসিবি সাকিবের পাশে আছে।’
আইসিসির সিদ্ধান্তের উপর খুব একটা হস্তক্ষেপ করার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, ‘আসলে আইসিসি কোনো পদক্ষেপ নিলে সেটাতে আর বাঁধা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, এখানে আমরা তার শাস্তির মেয়াদ কমানোর জন্য আবেদন এবং তাকে সমর্থন করতে পারি। কেননা ও বিশ্বক্রিকেটের ক্রিকেটারদের মধ্যে উপরের সারিতেই অবস্থান করছে। আমার বিশ্বাস বিসিবি সবসময় তার পাশে থাকবে।’
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিসিবি সাকিবকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তত আছে। এখন বাংলাদেশী ভক্তদের একটাই চাওয়া, শঙ্কার এই কালো মেঘ যেনো অতি দ্রুত কেটে যায়।