সাকিবকে ফুল দিতে মাঠে প্রবেশ করলেন এক দর্শক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের অনেকের অনেক প্রিয় ক্রিকেটার আছে। কারো প্রিয় সাকিব, কারো তামিম, কারো মাশরাফ, কারো মুশফিক। আর প্রিয় ক্রিকেটারকে দেখার ইচ্ছা অনেকেরই থাকে। কে না চায় তার প্রিয় ক্রিকেটারকে এক বারের জন্য সামনে থেকে দেখতে। অনেকের হয়তো খুব সহজে ক্রিকেটারদের সাক্ষাৎ পান। তবে অনেকে খেলা চলাকালীন মাঠে প্রবেশের ঘটনাও ঘটান অনেকে।

বাংলাদেশের অনেক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এরকম দৃশ্য অনেকবার দেখা গিয়েছে। এর আগে মিরপুরে মাশরাফিকে মাঠে এসে জড়িয়ে ধরেছিলেন এক দর্শক। একবার সিলেটে মুশফিককেও জড়িয়ে ধরেন তার সমর্থক। এবার চট্টগ্রাম টেস্টেও এরকম ঘটনা ঘটলো সাকিবের এক ভক্ত তাকে মাঠে এসে ফুল দেন এবং তাকে স্যালূট জানান।

ইনিংসের ১০৭ তম ওভারে এসে এরকম ঘটনা ঘটে এবং সেই ওভারে সাকিব উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »