সাকিবকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে পোষণ করেছেন সাকিব আল হাসান।মিরপুরে টেস্ট খেলার জন্য দেশে ফিরলে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘একজন ক্রিকেটার খেলবেন। তিনি বাংলাদেশের নাগরিক। তার আসার ক্ষেত্রে আমি কোনো বাধা দেখি না। তবে যেটা দেয়াল লিখনে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আমি দেখেছি, এটা আসলে আবেগের বিষয়। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার ঐ তাদের অধিকারটা আছে। তবে এক্ষেত্রে আমার বক্তব্য থাকবে, কারোর নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই টেস্ট ও টি-২০ ফরম্যাট থেকে ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »