সাকিবকে নিয়ে আশার বাণী শোনালেন কোচ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টাইগার ব্যাটসম্যানরা দৃঢ়তার পরিচয় দিলেও বাকি দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন ম্লান। তবে বিশ্ব সেরা অলরাউন্দার সাকিব আল হসান তিন ম্যাচেই খেলে গেছেন আপন মেজাজে। প্রথম ম্যাচে সেরা হবার পুরস্কারও পেয়েছেন সাকিব।

এদিকে ইংলিশদের বিপক্ষে তো দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও হাকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই উর‍্যুতে চোট পাওয়া সাকিবকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। ব্রিস্টলের বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় তাই সাকিব বিশ্রামের জন্য পেয়েছেন বাড়তি একটু সময়।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাতিল হবার পর সংবাদ সম্মেলনে দলের হেড কচ স্টিভ রোডস জানালেন সাকিবের ইনজুরি নয় গুরুতর। শুধু তাই নয় উইন্ডিজের বিপক্ষে সাকিবকে পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

রোডস বলেন, ‘আপনারা জানেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব ব্যথা পেয়েছিল। সেই ব্যথা নিয়েই খেলে গেছে। তার ইনজুরি খুব গুরুতর বলে মনে হচ্ছে না। সামনে উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে কয়েকটা দিন সময় আছে। তাই বিশ্রাম নেবারও সুযোগ রয়েছে। আমার মনে হয় এই সময়ের মধ্যেই সাকিব সুস্থ হয়ে যাবে। আর ১৭ জুন টনটনে উইন্ডিজের বিপক্ষেও মাঠে নামতে পারবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »