নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় পর খেলতে নেমে বল হাতে আগের ছন্দই ফিরে পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। ব্যাট হাতে করেছেন গুরুত্বপূর্ণ ১৯ রান।
বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স করার পরেও সাকিবের পছন্দের তিন নম্বর জায়গা হারাতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন না পারফরম্যান্সের কারণে সাকিব জায়গা হারিয়েছেন।
তিনি এই অলরাউন্ডারকে বাংলাদেশের ‘মেগা স্টার’ বলে সম্বোধন করেছেন। সাকিবের পারফরম্যান্স নিয়ে অনেকের সন্দেহ থাকলেও বিসিবি সভাপতি জানিয়েছেন, এই অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে তার কোনো সন্দেহ ছিল না। তার বিশ্বাস ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই আগের ছন্দ খুঁজে পাবেন তিনি।
এ প্রসঙ্গে পাপন বলেন,”সাকিব তো সবসময়ই আমাদের মেগা স্টার এটা নিয়ে কারো কোনোদিন সন্দেহ ছিল না। তবে আমি যেটা বলবো সে অসাধারণ বোলিং করেছে। অনেকের হয়তো সন্দেহ ছিল এতোদিন পর তার পারফরম্যান্সটা কেমন হবে। আমার এতো সন্দেহ ছিল না। ব্যাটিংয়ে আগের মতো ছন্দে ফিরে আসতে যে ফর্ম আমরা বিশ্বকাপে দেখেছি ওইটাই আমার দেখা সেরা ফর্ম। ওই ফর্মটা ফিরে আসতে একটু সময় লাগতেই পারে। সাকিব ছাড়া আমাদের আর যারা স্টার আছে তাদেরও ব্যাটিংয়ের পারফরম্যান্স আহামরি কিছু বোঝা যায়নি, একটু সময় লাগবে। এ ছাড়া আজকের পিচটা আরও স্পোর্টিং হওয়ারই কথা ছিল। ওয়েদারটা আজকে এমন ছিল এবং এর সাথে বৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে সব মিলিয়ে মনে হচ্ছে আজকে খেলা কঠিনই ছিল। আশা করি সামনের গুলো ভালো হবে।”
বিসিবি সভাপতি মনে করেন নাজমুল হোসেন শান্তকে জায়গা দিতেই সাকিবকে ৪ নম্বরে পাঠানো হয়েছে। তিনি বলেন,”এটা আমার পক্ষে বলা খুব কঠিন। সাকিবের তিন নম্বর পজিশন পারফরম্যান্সের কারণে আসেনি বলে আমার মনে হয় না। যদি কোনো কারণে কোচ এবং ক্যাপ্টেন ওরা বলতে পারবে ভালো। শুধু পারফরম্যান্সের কারণে ওর জায়গা পরিবর্তন হচ্ছে এটা আমি বিশ্বাস করি না। শুধু তার তো না মুশফিকের মতো ডিপেন্টেবল ব্যাটসম্যান তো আমাদের নেই চার নম্বরে। ওকেও তো বদল করেছে। আমার ধারণা শান্তকে নেয়ার জন্য বদল এসেছে।”