সাকিবকে দলে রাখার প্রশ্নে অবাক শান্ত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের কাছে রীতিমতো উড়ে গেল বাংলাদেশ।প্রথম টেস্টে ভারতের কাছে শান্ত-সাকিবদের হার ২৮০ রানের।

এই ম্যাচটি যাচ্ছেতাই গেছে বাংলাদেশ ক্রিকেটের আরেক পোস্টার বয় সাকিব আল হাসানের।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একটা বড় অংশ জুড়ে ছিলো সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে কঠিন প্রশ্ন ছোড়া হয় তাকে দলে রাখা না রাখা নিয়ে। প্রশ্নের জবাবে মুচকি হেসে অধিনায়ক শুধু বলেছেন, খুব সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ।

চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বোলিং করেছেন সাকিব, তবে পাননি কোনো উইকেট। রান খরচও করেছেন বেশ। প্রথম ও দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ৩২ ও ২৫ রান। জীবন পেয়েও পারেননি ইনিংস বড় করতে। ফিল্ডিংয়েও সহজ ক্যাচ ছেড়েছেন। যা নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে ধারাভাষ্যকক্ষ, সব জায়গাতেই হচ্ছে সমালোচনা। তাই প্রশ্ন উঠেছে সাকিবকে বাদ দেয়া নিয়ে।

এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন: দলের অধিনায়ক হিসেবে যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না। আমি দেখি যে একজন খেলোয়াড় কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি মূলত খেয়াল রাখি। চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না। আমি সবার ক্ষেত্রেই বিষয়টা এভাবেই দেখি। সেটা হোক নাহিদ রানা কিংবা মুশফিক ভাই।

শান্ত আরো বলেন: আমি কখনও নির্দিষ্ট কারও পারফরম্যান্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ খেলাটা দলীয়। পুরো দলের অবদানেই কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম, ভালো কিছু হতো। তো আলাদা করতে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »