সাকিবকে ছাড়াই আজ দুপুরে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ক্রিকেট দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট অঙ্গন জুড়ে বইছে অশুভের ছায়া। পুরো ক্রিকেট অঙ্গন টালমাটাল, আলোচনা সমালোচনা ও নতুন ইস্যু প্রকাশ্যে সবার সামনে আসছে। গতকাল (২৯ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেটে কালো দিন হিসেবে উল্লেখ থাকবে যে।বাংলার ক্রিকেটের প্রাণ ভোমরা সাকিব আল হাসানকে আইসিসি ক্রিকেট থেকে দু বছরের নিষেধাজ্ঞা দিয়েছে।

সাকিবকে বহুদিনের জন্য পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট। আসন্ন ভারত সফরকে সামনে রেখে প্রথমে টি-টোয়েন্টিতে সাকিবকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। ভারত সফরে সাকিবের নেতৃত্বে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো।

তবে এখন সাকিবকে ছাড়াই ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। পুনরায় গতকাল টি-টোয়েন্টি স্কোয়াড সহ টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে নেই দু বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান। সাকিববিহীন ক্রিকেটাররা আজ দেশ ছাড়ার কথা রয়েছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট স্কোয়াডে যারা রয়েছে –

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডঃ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ নাইম শেখ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ টেস্ট স্কোয়াডঃ

মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহিম ও আল আমিন হোসেন।

উল্লেখ্য, ভারতের মাটিতেই তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দু ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে দু দলই টি-টোয়েন্টি ও টেস্ট দল ঘোষণা করেছে। যেখানে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। বাংলাদেশ ক্রিকেট দল আজ দুপুর ২ টায় ভারতের উদ্দেশ্য দেশ ছাড়ার কথা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »