নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে ৫০ রানে হারিয়েছে কিউইরা। গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করতে নেমে রাচিন রাভিন্দ্রা ও কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাড় করায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড মিলারের ঝড়ো গতির সেঞ্চুরিতে ৩১২ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস।
৩৬৩ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে রায়ান রিকেলটনের (১৭) উইকেট হারায় প্রোটিয়ারা। দ্বিতীয় উইকেটে টেম্বা বাভুমা ও ভ্যান ডার ডুসেন শতরানের জুটি গড়েন। ১০৫ রান আসে এই জুটি থেকে। প্রোটিয়া অধিনায়ক বাভুমা ফিফটি করে ৫৬ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি।
ফিফটির দেখা পান ডুসেনও। ৬৬ বলে ৬৯ রান করে দলীয় ১৬১ রানে ডুসেন আউট হন। ক্লাসেনও (৩) দ্রুত আউট হন। ওভার প্রতিরান রেটের চাপ বাড়তে থাকায় ম্যাচ সাউথ আফ্রিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ম্যাচে থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। তবে ডেভিড মিলার দারুণ এক সেঞ্চুরির দেখা পান। মিলারের ঝড়োগিতর ব্যাটিং কিউইদের পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। ইনিংসের শেষ বলে দুই রান নিয়ে ৬৭ বলে ১০০ রানে অপরাজিত থাকেন মিলার। কিউই বোলার স্যান্টনার ৩টি এবং গ্লেন ফিলিপস ও হেনরি ২টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানে উইল ইয়ং ২১ রান করে আউট হন। দ্বিতীয় উইকেট জুটিতে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথ দেখান রাচিন রভিন্দ্রা ও কেন উইলিয়ামসন। দুই জন মিলে ১৬৪ রানের জুটি গড়েন। এতে দলের স্কোর দুইশ ছাড়ায়।
ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেন রাভিন্দ্রা। ১০১ বলে ১০৮ রানের ইনিংসটি ১ ছক্কা ও ১৩ চারে সাজানো ছিল। তার পাঁচটি সেঞ্চুরিই এসেছে আইসিসি টুর্নামেন্টে, ১৩ ইনিংসে। বৈশ্বিক আসরে যা দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ড। ছাড়িয়ে গেছেন তিনি ১৫ ইনিংসে পাঁচ সেঞ্চুরি করা ভারতের শিখার ধাওয়ানকে।
রভিন্দ্রার বিদায়ের পর ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসনও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি ওয়ানডেতে সেঞ্চুরি করলেন তিনি। ৯৪ বলে ১০২ রান করে দলীয় ২৫১ রানে আউট হন উইলিয়ামসন।
কিউইদের ইনিংস সাড়ে তিনশ ছাড়ায় ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের ঝড়ো গতির ইনিংসের কল্যাণে। মিচেল ৩৭ বলে ৪৯ রান করে আউট হন। আর ফিলিপস ২৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩৬২ রান। প্রোটিয়া বোলার এনগিদি ৩টি উইকেট নেন।
আরএ/নিউজিক্রিকেট২৪