নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার এ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ এ দল। এর আগের দুই ম্যাচে ১-১ এ জিতে সমতায় আছে দুইদল। তাই তো তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারনী হওয়ায় দুই দলের উপর চাপটা একটু বেশি।
সকালে কলম্বোতে টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা এ দলের অধিনায়ক আসান প্রিয়ান্জান। টসে হেরে ব্যাট করতে নেমে দারুন শুরু করে দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম শেখ। শ্রীলঙ্কান অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমানিত করতে দারুন ভাবে ব্যাট চালিয়ে যাচ্ছেন এই দুই ওপেনার। শ্রীলঙ্কান বোলারদের বেশ ভালো ভাবেই সামলাচ্ছেন তারা। দুই জনের সাবধানী শুরুতে এখনও কোন উইকেট হারায় নি বাংলাদেশ।
ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন বা হাতি ওপেনার নাঈম শেখ। করুনারাত্নের বলে চার হাঁকিয়ে ফিফটি পুরণ করেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ চার ও ১ ছয়ের সাহায্যে ৬১ বলে ৫০ রান করে অপরাজিত আছেন তিনি। আর তাকে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন আরেক ওপেনার সাইফ হাসান। সাইফ হাসান ৫ চারের সাহায্যে ৪২ বলে ৩১ রান করে আছেন অপরাজিত।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ এ দলেট সংগ্রহ ১৭ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৯০ রান।