সাইফকে অধিনায়ক করে অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৫টি একদিনের ম্যাচ খেলতে আজ (১৭ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে রওনা হবে জুনিয়র টাইগাররা। এর আগে গতকাল রাত্রির আরম্ভে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফ হাসানকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে। চলতি মাসের ১৯, ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ পাঁচটি ম্যাচ। আর তাছাড়া সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লুকনাওয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে।

অনূর্ধ্ব-২৩ দলের ঘোষণাকৃত দলের মধ্যে রয়েছে বেশ কয়েকটি চেনা মুখ। ১৫ সদস্যের এ দলটি মূলত এইচপি ও হাই পারফরম্যান্স ইউনিটের উপর ভিত গড়েই ঘোষণা করা হয়েছে। এ দলে ডাক পেয়েছেন আল আমিন, জাকির হাসান, ইয়াসির আলী চৌধুরী ও মুহিদুল ইসলাম অঙ্কনের মতো পরীক্ষিত ক্রিকেটেররা। তাছাড়া আরো রয়েছেন জাতীয় দলের হয়ে চলতি মাসের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ডাক পাওয়া মেহেদী হাসানও। যদিও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের কোনোটিতেই একাদশে সুযোগ হয় নি তার। আর পরের দুই ম্যাচের জন্য তাকে আর বিবেচনায় আনে নি বিসিবি। ফলে অনূর্ধ্ব-২৩ দলের চূড়ান্ত দলে ডাক পেয়েছেন তিনি।

১৫ সদস্যের দলঃ সাইফ হাসান (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, আল আমিন, ফারদিন হাসান, সাব্বির হোসেন, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, সুমন খান, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মানিক খান, জাকির হাসান, জাকের আলী ও আরিফুল হক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »