সাইফউদ্দিনকে নিয়ে সৃষ্টি হল নতুন জটিলতা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। বিশ্বকাপের আগে থেকেই বয়ে বেড়ানো চোটের চিকিৎসা কোথায় করা হবে সেটা নিয়েই সৃষ্টি হয়েছে উদ্ভট পরিস্থিতি।

বিশ্বকাপের সময় দলকে পুরোদমে সার্ভিস দিলেও ইনজেকশন নিয়ে অধিকাংশ ম্যাচ খেলেছেন তিনি এমনটা জানা গিয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে ইনজেকশন নিয়ে খেললে যে সেটার বাজে প্রভাব পড়বে তার দেহে সেতা ধারণা করেছেন চিকিৎসকরা। ফলে ইনজুরি থেকে তাকে মুক্তি দিতে শুরু হয় নানা ধরণের থেরাপি।

বিসিবির পক্ষ থেকে সাইফউদ্দিনকে ইংল্যান্ডে চিকিৎসা করাতে চাইলেও সেটা যে সহসাই হচ্ছে না সেটা বুঝা গেল বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কথায়। দেবাশীষ বলেন , ‘আমরা যেভাবে ভেবেছিলাম সেটা আসলে এতটা সহজ নয়। ইংল্যান্ডের ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট তাদের নিজেদের দলের ব্যাপারগুলোই দেখে। বাইরের ক্রিকেট বোর্ডের ব্যাপার তারা দেখে না। তাকে (সাইফউদ্দিককে) আমরা পাঠালে দেখা যাবে তারা সার্ভিস্টা দিবে না। এটা বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান নয় যে টাকা খরচ করলেই সব হয়ে যাবে। আইসিসি বায়োমেকানিক্যাল ল্যাব ব্যবহার করে বোলারদের চাকিং ধরার জন্য। তারা আইসিসির নির্দেশেই করে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কোনো ক্রিকেট বোর্ডের অনুরোধে নাও করতে পারে।’

ইংল্যান্ড থেকে সরাসরি না করে দেয়া হয়নি। ফলে অপেক্ষা করার কথাও জানালেন বিসিবি চিকিৎসক। ‘ওরা অবশ্য না করেনি। আমাদেরকে বলে দিয়েছে বিবেচনায় রেখেছে, অপেক্ষা করুন। আমরা চালেই তো আর হবে না, তারও তো চাইতে হবে। এটা করতে যেহেতু তারা বাধ্য নয় তাই আমরা চাইলেও দ্রুত পাঠাতে পারছি না।’

অন্যদিকে যদি শেষ পর্যন্ত ইংল্যান্ডে সাইফউদ্দিনের চিকিৎসা করানো সম্ভব না হয় তাহলে চিকিৎসা হবে অস্ট্রেলিয়া বা ভারতে। ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইনস্টিটিউট অব স্পোর্টসেও চেষ্টা করছি। দুইদিকে আমরা যোগাযোগ রাখচি। তাছাড়া ভারতের চেন্নাই তো রয়েছেই। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় সম্ভব না হলে আমরা ভারতে যোগাযোগ করবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »