সহ-অধিনায়কের দায়িত্বে রোহিত, উমেশের বদলি নটরাজন

নিউজ ডেস্ক »

চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে বড় ধরণের রদবদল নিয়ে মাঠে নামছে সফরকারী ভারত।সিরিজে সমতা আনলেও দলে আবার এক খেলোয়াড় চোটের কবলে পড়েছে। তাই নতুন সদস্যের অন্তর্ভুক্তি ঘটেছে দলে, সাথে নতুন করে নির্ধারণ করা হয়েছে দলের সহ-অধিনায়কের নাম।

 

চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়া উমেশ যাদবের পরিবর্তে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে থাঙ্গারাসু নটরাজনকে। তবে পরের টেস্টে নটরাজন নাকি শার্দূল ঠাকুর কে খেলবেন একাদশে তা নিয়ে রয়েছে দ্বিধা। তবে বোলিং বৈচিত্রের কথা মাথায় রেখে নটরাজনকেই এগিয়ে রাখা হচ্ছে।

 

এদিকে ঋদ্ধিমান সাহা দলে না থাকায় সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার কাঁধে। আজিঙ্কা রাহানের সহযোগী হিসেবে সিরিজের বাকি দুই টেস্টে দায়িত্ব পালন করবেন তিনি। গত দুই ম্যাচে না খেললেও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান থাকছেন সিরিজের বাকি অংশে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »