নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে-ডিপিএলে জয় পেয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব, আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়েছে মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নকে ৮০ রানে হারিয়েছে আবাহনী এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯৪ রানে হারিয়েছে রূপগঞ্জ।
মিরপুর টস হেরে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়য়ের ফিফটিতে ৯ উইকেটে ২৫৩ রান করে মোহামেডান। হৃদয় ৬৬ রান করেন। এছাড়া মাহিদুল অঙ্কন ৪২ ও রনি তালুকদার ৩৬ রান করেন। রূপগঞ্জের শরিফুল ইসলাম ৪টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয় রূপগঞ্জ। শেখ মেহেদী সর্বোচ্চ ৪৩ রান করেন। মোহামেডানের মেহেদী মিরাজ ৪টি ও তাসকিন আহমেদ ৩টি উইকেট নেন।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১০ রানের বিশাল সংগ্রহ দাড় করায় আবাহনী। মুমিনুল হক ৭৪ বলে ৯২ ও মোহাম্মদ মিঠুন ৭১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩০ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। অধিনায়ক মাইকিুর রহমান ৭৮ বলে ৮৪ রান করেন। আবাহনীর মোসাদ্দেক ও মেহেরব ২টি করে উইকেট নেন।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ১৮৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ। এনামুল হক বিজয় ৪৮ ও আমিনুল ইসলাম বিপ্লব ৩৫ রান করেন। প্রাইম ব্যাংকের নাহিদুল ও আরাফাত সানি ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করত নেমে ২৩.২ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। গাজঅ গ্রুপের আবু হাসিম ৩টি এবং লিওন ও পারভেজ ২টি করে উইকেট নেন।
আরএ /নিউজক্রিকেট২৪