সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন রুট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গত ৫২৪ দিনে টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন রুটই। তার পরের অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ও অস্ট্রেলিয়ার উসমান খাজা। তাদের ঝুলিতে আছে চারটি করে সেঞ্চুরি।

বিরাট কোহলি শেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের ২২ নভেম্বর। টেস্টে তার শতরানের সংখ্যা ২৭। একই সংখ্যক সেঞ্চুরি রয়েছে স্টিভ স্মিথের। তিনি শেষ শতরান করেছিলেন ৭ জানুয়ারি, ২০২১। টেস্টে তাদের সেঞ্চুরির সেই সংখ্যা ছুঁয়ে ফেললেন জো রুট। গত ৫২৪ দিনে তিনি ১০টি সেঞ্চুরি করলেন টেস্টে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর পর দুটি ম্যাচেই সেঞ্চুরি করলেন রুট। টেস্ট ক্রিকেটে তার ২৭ নম্বর সেঞ্চুরিটি চলে এলো। অনেক দিন আগেই যেখানে পৌঁছে গিয়েছিলেন বিরাট এবং স্মিথ। সেই সংখ্যায় পৌঁছে দাঁড়িয়েই রয়েছেন তারা। ৫২৪ দিন আগে রুটের সেঞ্চুরির সংখ্যা ছিল ১৭। তিনি এগিয়ে চলেছেন। শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন রুট।

বিরাট, স্মিথ যেমন এই সময়ের মধ্যে সেঞ্চুরি পাননি, তেমনই সেঞ্চুরি পাননি কেন উইলিয়ামসনও। নিউজিল্যান্ডের এই ব্যাটারের টেস্টে সেঞ্চুরির সংখ্যা ২৪। তার ব্যাট থেকে শেষ সেঞ্চুরি এসেছিল ৩ জানুয়ারি ২০২১। পাকিস্তানের বিরুদ্ধে ২৩৮ রানের ইনিংস খেলেছিলেন উইলিয়ামসন। তার পর আর টেস্টে শতরান আসেনি তার ব্যাট থেকে।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার সেই সেঞ্চুরি এসেছিল ১২ মার্চ, ২০২২। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যার হিসাবে বাবর ‘ফ্যাভ ফোর’-এর থেকে অনেকটাই পিছিয়ে। তিনি মাত্র ছয়টি সেঞ্চুরি করেছেন। খেলেছেন মাত্র ৪০টি টেস্ট।

গত ৫২৪ দিনে টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন রুটই। তার পরে রয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। তিনি করেছেন চারটি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার উসমান খাজাও চারটি সেঞ্চুরি করেছেন। ‘ফ্যাব ফোর’-এর মধ্যে রুট ছাড়া কেউই গত ৫২৪ দিনে ছন্দে নেই। বাবর একটি সেঞ্চুরি করলেও সেটা ছাড়া বড় রান নেই তার ব্যাটেও। টেস্ট ক্রিকেটের বিশ্বে একাই ছড়ি ঘোরাচ্ছেন রুট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »