সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিলেন মরগান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ কররেন দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। আফগান বোলারদের নাকানিচুবানি খাইয়ে ৩৯৭ রানের পাহাড় গড়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে সবার চেয়ে উজ্জ্বল ছিলেন দলের অধিনায়ক ইয়ন মরগান। মাত্র ৭১ বলের মোকাবেলায় মরগানের ব্যাট থেকে আসে ১৪৮ রানের বিস্ফোরক ইনিংস।

এই ইনিংস খেলতে গিয়ে মরগান বলকে উড়িয়ে সীমানা ছাড়া করেছেন মোট ১৭ বার। পাশাপাশি চারটি ছিল চারের মার। আন্তর্জাতিক ওয়ানডে ইতিহাসে যেকোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটা এদিন নিজের নামে করে নেন মরগান।

এর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ভারতীয় ওপেনার রোহিত শর্মার ১৬টি। রোহিতের সমান সংখ্যক ছক্কা নিয়ে বর্তমানে তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অন্যদিকে ১৬টি ছক্কা নিয়েই ক্রিস গেইলের বর্তমান অবস্থান চার নম্বরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »