সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হবে সাকিব আল হাসানকে৷ জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এমন শাস্তি পেয়েছেন সাকিব৷ ক্রিকেট থেকে বেশ দূরে সাকিবের অবস্থান এখন৷ কিন্তু ক্রিকেটের জন্য এটা অবশ্যই সুখের না।

বাংলাদেশের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের এই তারকা ক্রিকেট থেকে দূরে থাকলেও সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন। এ খবরটা অবশ্যই সুখের৷ নিজের এই খারাপ সময়ে একটু হলেও উজ্জীবিত করবে বাংলাদেশের পোস্টার বয়কে৷

সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের হাজারতম ম্যাচ মাঠে গড়িয়েছে৷ সাকিব হয়তো হাজারতম ম্যাচের স্বাক্ষী হতে পারতেন কিন্তু তার অতীতের করা ভুল সেই সুযোগটা কেড়ে নিয়েছে। দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা ছিলো এই ফরম্যাটের হাজারতম ম্যাচ। হাজারতম ম্যাচে সাকিব না থাকলেও ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। ভারতকে ৭ উইকেটে হারিয়ে হাজারতম ম্যাচটা স্মরণীয় করে রাখলো টিম টাইগার্স৷

টি-টোয়েন্টি ক্রিকেটের হাজারতম ম্যাচ উপলক্ষ্যেই জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক অনলাইন গণমাধ্যম ক্রিকট্রেকার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ তৈরি করেছে৷ এই একাদশে বাংলাদেশের আছেন কেবল সাকিব৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »