সরফরাজের লক্ষ্য ৬০০ রান করা!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। প্রথম রাউন্ডের আর মাত্র একটি ম্যাচ বাকি আছে টাইগারদের। যে ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। শুরুটা খুব বেশি সুবিধা ক্রতে না পারলেও পাকিস্তান দল তাদের সামর্থ্যের প্রমাণ দিয়ে গেছে পরবর্তী ম্যাচগুলোতে।

সেমি ফাইনালের স্বপ্ন অবশ্য পাকিস্তানের কাছে কেবলই আকাশ-কুসুম কল্পনা। কেননা বাংলাদেশকে তারা হারাতে হবে ৩১৬ রানের বিশাল ব্যবধানে। এই রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দেয়ার স্বপ্ন এখনও দেখছেন সরফরাজ!

শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ জানালেন এখান থেকেও সেমি ফাইনালে যয়া সম্ভব তাদের! এজন্য বাংলাদেশের বিপক্ষে ৬০০ রান করার পরিকল্পনাও করে রেখেছেন তিনি!

সরফরাজ বলেন, ‘৩১৬ রানে হারানো আসলে অনেক কঠিন আমরা ৫০০-৬০০ রান করতে চাই। এই সমীকরণ কিসের উপর ভিত্তি করে হল তা জানি না। তবে আমার কিছুই করার নেই। আমরা বড় একতা রান করতে চাইব। আমরা আমদের সেরা চেষ্টাই করব।’

‘আপনারা আগের ম্যাচগুলো নিয়ে কথা বলার সুযোগ আছে। কারন পাকিস্তান চারটি ম্যাচ হেরেছে। এখানে দুই দলই শক্তিশালী। দল হিসেবে আমরা ভালো করব আশা করছি।

বাংলাদেশের বিপক্ষে বড় স্কোর গড়ার কথা জানিয়ে সরফরাজ আরও বলেন, ‘সব ম্যাচ জিততেই এখানে এসেছিলাম। আপনি ৬০০, ৫০০,কিংবা ৪০০ রান করলে প্রত্যাশা করতেই পারেন প্রতিপক্ষকে চাপে রেখে ৫০ রানে অলআউট হয়ে যাবে। এটা অনেক কঠিন। কিন্তু আমরা চেষ্টা করব ৫০০-৫৫০ রান করার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »