সময় নিয়ে আমি আমার মত ব্যাটিং করেছি : সাদমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা বিরতির পর অবশেষে ২২ গজে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল লাল বলে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম। তামিমের সাথে দারুণ এক পার্টনারশিপ গড়ার পর নিজে খেলেছেন ৮৩ রানের নান্দনিক এক ইনিংস। ম্যাচ শেষে সাদমান জানান সারাদিন ব্যাটিং করার পরিকল্পনা নিয়েই ক্রিজে নেমেছিলেন তিনি।

সমীকরণ বা লক্ষ্য বেশি না হলেও ওপেনার সাদমান খেলেছেন ওয়ানডে মেজাজে। ৯৯ বলের মোকাবেলায় ৮৩ রান করার পথে হাঁকিয়েছেন ৮টি চার ও ১টি ছক্কা। শেষপর্যন্ত মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে যান এই ওপেনার। তবে শুরুর দিকের বৃষ্টির বাগড়া বাদ দিলে সাদমানের ব্যাট আলো ছড়িয়েছে সারাদিনই।

ম্যাচ শেষে গণমাধ্যমকে সাদমান জানান, ‘প্রস্তুতি নিয়ে এসেছিলাম আজ সারাদিন ব্যাটিং করতে হবে। এরপর কোচ বললেন ৪৫ ওভারে আমাদের ২০০ রান তাড়া করতে হবে। তামিম ভাইসহ আমরা সবাই রাজি হলাম।’

গেল বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পরই হঠাৎ চোটে পড়েছিলেন সাদমান। চোট সারানোর পর লকডাউন শুরু হয়। দীর্ঘদিন পর ব্যাট হাতে নিয়ে নিজের মত করেই খেলেছেন, যে পরামর্শ তাকে দিয়েছিলেন তামিমও।

সাদমান বলেন, ‘ব্যাটিংয়ে নামার পর তামিম ভাই বলল- স্বাভাবিক ব্যাটিং কর, তুই যেভাবে ব্যাটিং করিস সেভাবেই কর। আমি আমার মত খেলে যাই। দেখবি সহজেই জিতে যাব। আল্লাহর রহমতে আমার আর তামিম ভাইয়ের একশ রানের একটা পার্টনারশিপ ছিল। সময় নিয়ে আমি আমার মত ব্যাটিং করেছি। প্রায় ৯-১০ মাস পর আজকে নিজেকে রানে ফিরিয়ে আনার ইচ্ছা ছিল। খুব ভালো লাগছে। আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »