সমালোচনা বন্ধ করতে দুই-একটা ভাল ইনিংসই যথেষ্ট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের পুরো সময়টা বিশ্রামে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ছুটি কাটিয়ে আবারো বাইশ গজে ফেরার লড়াইয়ে এই মুহূর্তে নিজেকে প্রস্তুত করতে মিরপুরের একাডেমী মাঠে একক ভাবে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তামিম। বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার আক্ষেপ থেকে কঠোর অনুশীলন করছেন তামিম। নিজেকে ফিরে পেতে মিরপুরে একাডেমী মাঠে ঘন্টার পর ঘন্টা ব্যাট হাতে প্রায় সবধরনের বোলারকে নেটে খেলছেন তিনি।

বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তামিমকে। আজ (২৬ সেপ্টেম্বর) মিরপুর একাডেমী মাঠে অনুশীলন শেষে নিউজক্রিকেট২৪ এর প্রশ্নের জবাবে তামিম জানান: ‘সমালোচনা নিয়ে আমি কিছু বলতে চাই না, প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে না পারলে এমন সমালোচনা হবে এটাই স্বাভাবিক। আমি জানি আমাকে কি করতে হবে। আমার কয়েকটা ভাল ইনিংসই পারে সব সমালোচনা বন্ধ করে দিতে। আর আমিও প্রস্তুত চ্যালেঞ্জ নিতে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »