কে এম আবু হুরায়রা »
অনেক জল ঘোলার পর অবশেষে নিশ্চিত হলো বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সময় সূচি। তবে বিসিবি অভিনব কিছু পরিবর্তন এনেছে সফরে৷ তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেটে দল৷
এর আগে টেস্ট না খেলার ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্তের পর সেটার বদল হয়েছে এবারের দুবাই বৈঠকে। শুধু টেস্ট কিংবা টি২০’ই নয়, নতুন যুক্ত হয়েছে একটি একদিনের ম্যাচও। শুরুতে অনাগ্রহী বিসিবি হঠাৎই রাজি হয়ে আবার একটি ওডিআই অতিরিক্ত খেলার আগ্রহে সমালোচনার ঝাড় উঠেছে ক্রিকেট পাড়ায়।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন সিদ্ধান্তে সমালোচনার কোন কারন দেখছেননা। এমনকি যারা সমালোচনা করছে সেটা কেনো করছে সে সম্পর্কেও তার কোন ধারনা নেই বলে জানান তিনি।
আজ (১৫’ই জানুয়ারী) দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ” আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করছেন সেটা কেনো করছেন তারাই ভলো জানবে৷ বাড়তি ওডিআই নিয়ে কোন সমালোচনার কারন নেই। সিরিজের ক্ষতি পুষিয়ে নিতেই এই ওডিআই আয়োজন করতে চেয়েছে তারা (পিসিবি)। “
এর আগে বিসিবির সিদ্ধান্ত ছিলো টি২০ সিরিজ খেলে এসে পর্যবেক্ষণ করে টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে দুবাই গিয়েই হঠাৎ সব কিছু পাল্টে যায়। উপরন্তু বিসিবি সভাপতি দুবাই গিয়েছিলো কোন আলোচনার জন্য নয়, বরং এটা জেনে আসতে যে এই টেস্ট না খেললে কতটা ক্ষতি হবে বাংলাদেশের। বিষয়টি ভালোভাবে নেননি অনেকে। তবে সিরিজের প্রথম দফায় শুধুমাত্র টি২০ খেলতে চাওয়ার দাবীটি পূরণ হওয়ায় পাকিস্তানের কাছ থেকে আরেকটি বিজয় ভেবেও শান্তনা পেতে পারে বিসিবি।