https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তান ক্রিকেট দল এখনও রয়েছে উঠতি পথেই। ধীরে ধীরে উন্নতির পথে ধাবিত হওয়া দলটির অন্যতম বড় তারকা রশিদ খান। বিশ্বের সেরা বোলার হিসেবে বেশ কিছুদিন র্যাংকিংয়ের প্রথম স্থানে।
আফগান ক্রিকেটকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পেছনে যে কয়েকজন ক্রিকেটারের নাম রয়েছে সেখানে অন্যতম প্রধান নামটি রশিদ খানেরই। কিন্তু প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে এসেই বল হাতে এক ম্যাচে সর্বোচ্চ রান বিলানোর কাজটা করে বসেছেন এই লেগি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুহাত ভরে রান দেয়ায় ক্রিকেট বিশ্বে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা, করা হয় হাস্যরস। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন রশিদ খান।
পিটিআইকেদেয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘ওই ম্যাচটি নিয়ে আমি অতো ভাবছি না। মানুষ ১০ দিনের ভালো পারফরম্যান্সের কথা ভুলে যায় একদিনের বাজে পারফর্মের কারণে। আগের দশ দিন রশিদ কি করেছে সেটা ভাবতে চায় না কেউ।’
‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে পরের ম্যাচ নিয়েই ভাবছি আমি। সমালোচকদের নিয়ে কথা বলতে চাই না আমি। এটা সাধারণভাবেই নিতে চাই।’