সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন মেন্ডিস

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শ্রীলঙ্কান স্পিনার আজান্তা মেন্ডিস সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই স্পিনার দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন।

২০১৪ সালে সাদা পোশাকে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ উইকেট নিয়ে ক্রিকেট পাড়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন লঙ্কান স্পিনার আজান্তা মেন্ডিস। ধারণা করা হচ্ছিল আরেক লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরলিধরনের উত্তরসূরি হতে পারেন এই মেন্ডিস। কিন্তু সেটা আর শেষ পর্যন্ত হয়ে উঠেনি। সময়ের সাথে মিলিয়ে গেছে তার পারফরম্যান্স।

ওয়ানডেতে সর্বশেষ ম্যাচে মেন্ডিস মাঠে নেমেছেন ২০১৫ সালে। অন্যদিকে সর্বশেষ টেস্ট খেলেছেন তারও ১ বছর আগে। টি-২০ ফরম্যাটেও ২০১৪ সালে সবশেষ মাঠে নেমেছেন এই স্পিনার। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও বেশ কিছুদিন ধরে দূরে থাকার ফলে শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই অবসরে গিয়েছেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডেতে ৮৭টি ম্যাচে মাঠে নেমে বল হাতে ১৫২টি উইকেট নিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার ১৩ রানে ৬ উইকেট। সাদা পোশাকে ১৯ ম্যাচে তার ঝুলিতে পুরেছেন ৭০টি উইকেট। এছাড়া টি-২০ ফরম্যাটে লঙ্কান জাতীয় দলের জার্সিতে ৩৯ ম্যাচে ৬৬টি উইকেট নিয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »