সবুজ সংকেতে মাঠে গড়াচ্ছে তামিল নাডু প্রিমিয়ার লিগ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হচ্ছেনা।

এসব নিয়ে কথা হতে না হতেই তামিল নাডু প্রিমিয়ার লিগ (টিপিএল) আয়োজনের সবুজ সংকেত দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ৪ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের পঞ্চম আসরের।

গতকাল বুধবার এই ঘোষণা দিয়েছে তামিল নাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তিরুনেলেভিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম ভাগ, ফাইনাল হবে ৪ জুলাই স্যালিমে। বাকি দুই ভেন্য হচ্ছে কোয়েমবাতুর এবং দিন্দিগুল।

আইপিএলের মতো টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের একাধিকবার করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে তামিল নাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন। এছাড়া পুরো টুর্নামেন্টে জুড়েই থাকবে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় নিয়মে। গেল বছর করোনার কারণে এই টুর্নামেন্ট আয়োজন হয়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »