সফল অস্ত্রোপচার সম্পন্ন হার্দিক পান্ডিয়ার।

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পুরোনো চোট বেশ ভোগাচ্ছিলো ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। গত বছর এশিয়া কাপে পাকিস্তানের সাথে পরে গিয়ে চোট পান হার্দিক পান্ডিয়া। এর পর মাঠের বাইরে ছিলেন বেশ কিছুদিন। বিশ্বকাপে ফিরলেও সাউথ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজের পর আবারও অস্বস্তি বোধ করেন তিনি।

চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিলে হার্দিক পান্ডিয়া লন্ডনে তার লেয়ার ব্যাক সার্জারী করান। শনিবার (৫’ই সেপ্টেম্বর) লন্ডনে তার সফল সার্জারীর খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই।

নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে টুইট করে তিনি লিখেছেন,  ‘সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হলো, আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য অনেক কৃতজ্ঞতা। সঠিক সময়েই ফিরে আসবো ততক্ষণ আমাকে মিস করো।’

তার টুইটারের জবাবে শুভকামনা জানিয়েছেন অনেক ভক্ত-সমর্থকরা। ইজাবেলী লাইট নামক একজন মজা করে বলেছেন, ‘তুমিকি ঘড়ি পরেই অস্ত্রোপচার করেছো?’

ভারতীয় নিউজ পোর্টাল ক্রিকফিটের ফাউন্ডার মিখাইল ভাষানী লিখেছেন, ‘রুত সেরে উঠো, ফিরে এসো শক্তিশালী হয়ে।’

হাজারও ভারতীয়ের আশা দ্রুতই ফিরবেন তিনি। বিশ্বকাপের আগে পূর্ণ শক্তির পান্ডিয়াকেই চাইবেন ভারতীয় ভক্ত-সমর্থকরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »