সানিউজ্জামান সরল »
আজ (১৩ ডিসেম্বর) দিনের ২য় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন। ঢাকা প্লাটুনের হার দিয়ে আসর শুরু করার বিপরীতে জয় দিয়ে আসরের শুভ সূচনা করে কুমিল্লা ওয়ারিয়র্স। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিরুদ্ধে লজ্জাজনক এক হারে কিছুটা চাপের মধ্যে আছে দেশি-বিদেশি তারকায় ঠাসা ঢাকা প্লাটুন।
আসরের প্রথম ম্যাচে হোচট খেয়েছে দেশি-বিদেশি তারকায় ভরপুর ঢাকা প্লাটুন। বাংলাদেশ ক্রিকেটের বড় দুই নাম তামিম-মাশরাফি আছেন এই দলে। তাছাড়াও রয়েছে এনামুল হক বিজয়-আরিফুল হক-মেহেদী হাসানের মতো প্রতিভাবান তরুণ ক্রিকেটার। আর বিদেশিদের মধ্যে রয়েছে আফ্রিদি-ওয়াহাব-থিসারার মতো তারকা ক্রিকেটাররা। এই দলটায় কিনা লজ্জাজনক হারে আসর শুরু করেছে।
অফ ফর্মের কারণে গত শ্রীলঙ্কা সফরের পর বিশ্রামে যান তামিম। বিশ্রাম থেকে ফিরে জাতীয় লিগে খেলেন তিনি। তবে সেখানেও হয়েছিলেন নিজের জাত চেনাতে ব্যর্থ। সদ্য সমাপ্ত হওয়া ভারত সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল দেশ সেরা এ ব্যাটসম্যানের। তবে পারিবারিক কারণে এ সফর থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি। সব প্রতিকূলতা পার করে দীর্ঘ ৪ মাস পর গতকাল (১২ ডিসেম্বর) বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম। তবে এবারো খালি হাতেই ফিরতে হলো তাকে। দীর্ঘদিন পর ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান করেই সাজঘরে ফিরে যান তিনি।
তবে তামিমের মতো ক্রিকেটারদের নিয়ে চিন্তার কিছু নেই। কেননা তারা চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিভাবে ফিরে আসতে হয়, সেটা ভালোই জানা তাদের। সবাই অবগত আছেন, তামিম নিজের দিনে কি করতে পারে? নিজের দিনে একাই ম্যাচ বের করার ক্ষমতা রাখে দেশ সেরা এ ওপেনার। তাকে নিয়ে চিন্তিত নন কাপ্তান মাশরাফিও। ম্যাশ নিজেও জানেন, তামিম ফিরে আসবেন। সেটা হয়তো আজকের ম্যাচেই। খেলবেন হয়তো ভালো কোন ইনিংস। অধির আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত সমর্থকরাও।
তামিমের মতো ঢাকা প্লাটুনও খুব শিগগিরই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুড়ে দাঁড়াবে। এমনটাই বলেন অধিনায়ক মাশরাফি। এছাড়া প্রথম ম্যাচ হারায়, চাপ নিতে রাজি নন ম্যাশ। তার ভাষ্যমতে, ‘তেমন না তবে মানিয়ে নিতেও কিছুটা সময় লাগে। এটা আবার অজুহাত দেয়ার মত হয়ে যায়। এর চেয়ে মনে হয় টুর্নামেন্টটা অনেক বড় আর হাতে সময়ও আছে অনেক। আজ কিছু ভুল হয়েছে, বিশেষ করে অনেকগুলা রান আউট হয়েছে। এগুলা ঠিল করতে হবে। আবারও কাল যেহেতু ম্যাচ তাই হাতে সময় কম আজকের ভুল গুলো শোধরালেই আপাতত চলবে।’
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের ২য় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। প্রথম ম্যাচে জয় পাওয়া কুমিল্লা ক্রিকেটাররা এখন বেশ চাঙা রয়েছে। বিপরীতে ঢাকার ক্রিকেটারদের কিছুটা চাপে থাকার কথা থাকলেও, তারা বেশ নির্ভার রয়েছে।
ঢাকা প্লাটুনের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক (উইকেট রক্ষক), লরি ইভান্স, মুমিনুল হক/ জাকের আলী, শহীদ আফ্রিদি, আরিফুল হক, থিসারা পেরেরা, মাহেদী হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ, ওহাব রিয়াজ।