সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ

মারুফ ইসলাম ইফতি »

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে দ্বিতীয় দফায় আজ সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে এবার আর চার্টার্ড ফ্লাইটে নয়, সাধারন ভাবেই লম্বা সময় বিমানে চড়েই নিজেদের গন্তব্যে পৌঁছাবে টিম বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হবে বাংলাদেশ।
ফ্লাইটটি প্রথমে ঢাকা থেকে কাতারের রাজধানী দোহায় পোঁছাবে, এরপর দোহায় সাময়িক বিরতি নিয়ে ভিন্ন আরেকটি ফ্লাইটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পোঁছাবে বাংলাদেশ।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পোঁছানোর পর সেখান থেকে স্থলপথে
ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ও তার সংলগ্ন টাইগারদের টিম হোটেলে।

উল্লেখ্য আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচ টেস্টের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে আগামী ৭ই ফেব্রুয়ারি।

বাংলাদেশ স্কোয়াডঃ মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »