সত্য বলাই কি বড় ভুল ছিলো ইউনিস খানের?

নিউজ ডেস্ক »

পাকিস্তানের সবচেয়ে সফল প্লেয়ারদের নাম বললে অবশ্যই ইউনুস খানের নাম আসবে। নিঃসন্দেহে একজন সেরা খেলোয়াড়। তবে সফলতার পরেও অধিনায়ক হিসেবে টিকে থাকতে পারেননি তিনি!আসলেই কি তিনি পারেননি নাকি তাকে সুযোগ দেওয়া হয়নি?

২০০৯ সালে মাত্র ৬ মাস অধিনায়কত্ব করতে পেরেছিলেন ইউনিস খান। এর মধ্যেই তিনি টি-২০ বিশ্বকাপ এনে দেন দলকে। তবে এরপরই অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হয় কারণ তিনি গ্রুপিং নিয়ে অভিযোগ করেছিলেন। যেসব খেলোয়াড় নিয়ে তিনি কথা বলেছিলেন তারাও তাদের ভুল টা বুঝতে পেরেছিলো তবে সত্য বলাতেই হারাতে হলো অধিনায়কত্ব।

এ ব্যাপারে ইউনিস খান বলেন, ‘আমার বাবা সব সময় বলতেন বিনয়ী থাকতে,সত্যটা বলতে। আমি সেটাই করেছি। এরজন্য কিছু হারাতে হলে সেটাই হয়েছে।’

৪২ বছর বয়সী ইউনিস খান তার লম্বা ক্যারিয়ারে ১১৮টি টেস্ট ম্যাচে প্রায় ৫২ গড়ে করেছিলেন ১০ হাজার ৯৯ রান। ৩৪ টি শতকের মধ্যে ছিলো ছয়টি ডাবল সেঞ্চুরি। ওয়ানডেতেও ৭ টি শতক সহ ২৬৫ ম্যাচে আছে প্রায় ৭ হাজার ২৪৯ রান।

বাংলাদেশ সময়ঃ ৪:০০ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »