সতির্থদের শুভকামনা জানিয়েছেন সাকিব আল হাসান

মারুফ ইসলাম ইফতি »

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগারদের টি-টুয়েন্টি স্কোয়াড।তবে এবারের সফরেও সতির্থদের সাথে টাইগারদের ডেরায় নেই সাকিব আল হাসান নামের একজন যিনি ছিলেন দলের অন্যতম প্রানভোমরা।

জুয়াড়ির দেওয়া প্রস্তাব পাওয়ার পরও আইসিসি থেকে সেই প্রস্তাব পাওয়ার ব্যাপারটি গোপন করার অপরাধে আইসিসি কর্তৃক ১ বছরের নিষেধাজ্ঞায় আছেন এই মুহুর্তে সাকিব।জাতীয় দলের হয়ে কিংবা ঘরোয়া লিগ, কিছুতেই ব্যাট-বল হাতে নামার কোন সুযোগ নেই এই সময়কালে।সর্বশেষ ভারত সফরের সবকটি ম্যাচও মিস করতে হয়েছে বাংলাদেশী এই পোস্টার বয়কে।

তবে জাতীয় দলের সাথে না থেকেও আছেন এই অলরাউন্ডার।সবসময় সতির্থদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে সাকিবের।আজ দল পাকিস্তান সফরে যাওয়ায় সতির্থদের শুভকামনা জানাতে ভুলেননি সাকিব।দলের পাকিস্তান সফর নিয়ে কথা বলতে গিয়ে সাকিব বলেনঃ আমি আমার সতির্থদের উইস করবো ওরা যেন নিরাপদে ওইখানে গিয়ে পোঁছায় এবং নিরাপদে খেলা শেষ করে দেশে ফিরে আসে।আর অবশ্যই চাইবো ওরা পুরো সিরিজ ভাল করুক।কারন সর্বশেষ শ্রীলঙ্কা দল পাকিস্তানে গিয়ে দারুণ করেছে সেই হিসেবে আমাদেরও ওইখানে ভাল করা উচিৎ। আশা করি প্রত্যাশিত ফল নিয়েই ফিরবে ওরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »