মারুফ ইসলাম ইফতি »
বিপিএলের শিরোপা জয়ের স্বপ্ন এবারও অধরা রয়ে গেল মুশফিকুর রহিমের জন্য।বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসমানের বিপিএল শিরোপা জেতা হয়নি এখনো।প্রথমবারের মতো বিপিএলের কোন আসরের ফাইনালে উঠেছিল তার দল।মুশফিকের জন্য ছিল শিরোপার আক্ষেপ গুছানোর অনেক বড় সুযোগ।কিন্তু এবারও ভাগ্য দেবতা সঙ্গ দেয়নি মিস্টার ডিপেন্ডেব্যালকে।পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা খুলনা টাইগার্স ফাইনালে পরাজয়ের স্বাদ পায় রাজশাহী রয়েলসের কাছে। যার ফলে রাজশাহীর কাছে হারাতে হয় কাঙ্ক্ষিত শিরোপা।
খুলনার এমন পরাজয়ে মুশফিক ভক্তদের পাশাপাশি হতাশ হয়েছে খুলনা টাইগার্স ফ্যানরাও।আর তাই ম্যাচ শেষে সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করেন খুলনার কাপ্তান নিজেই।যারা মাঠে এসে পুরো টুর্নামেন্ট জুড়ে খুলনাকে সমর্থন দিয়ে গেছে এবং আজকে ফাইনালে দলের অনাকাঙ্ক্ষিত পরাজয়ে হতাশ হয়েছেন সেই সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেনঃ আমি সমর্থকদের প্রতি দুঃখপ্রকাশ করছি।কখনো আবার ফাইনালে গেলে ভাল করার চেষ্টা করবো।পরেরবার ফাইনালে গেলে জয়ের জন্যই খেলবো।টুর্নামেন্ট থেকে অনেক অভিজ্ঞতা ও সৃতি জড়ো করেছি আশা করি এগুলো সামনে কাজে দিবে চ্যাম্পিয়ন হতে।
এছাড়া সতির্থদের ধন্যবাদ বার্তা জানিয়ে মুশফিক আরো বলেনঃ আমি আমার সতির্থদের ধন্যবাদ জানাতে চাই।আমরা সবাই প্রায় দেড় মাস একসাথে ছিলাম একটি পরিবারের ন্যয়ে।চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা মাঠে নেমেছিলাম,শেষের দিকে আমরা ১৫-২০ বেশি করার সুযোগ করে দিয়েছিলাম প্রতিপক্ষকে,আমরা ভাল বল করেছি কিন্তু কয়েকটা ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে শেষদিকে এসে।সতির্থদের চেষ্টায় ত্রুটি ছিল না কোথাও।আমি সবাইকে ধন্যবাদ জানাই।