নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএল চট্টগ্রামপর্ব খেলার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় চট্টগ্রামের টিস বাস। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে বাসটি সীতাকুণ্ডে পৌঁছালে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়।
তবে বাসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোনো ক্রিকেটার ছিলেন না বলে নিশ্চিত হওয়া গেছে। বাসে থাকা কেউ আহত হয়নি বলেও দলটির একটি সূত্র থেকে জানা গেচে। বাসে চট্টগ্রাম দলের কয়েকজন টিম বয় আর ক্রিকেটারদের সরঞ্জাম ছিল। বাসে থাকা সবাই সুস্থ আছেন।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে চট্টগ্রাম। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
নিউজক্রিকেট২৪/আরএ