শোয়েব আক্তার »
পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের হাতে সময় আছে হাতে গুণা কয়েকদিন। তবে, দুই বোর্ডের প্রস্তাব ও পাল্টা প্রস্তাবের মধ্যে আটকে আছে সিরিজের ভবিষ্যত। পিসিবি চায় বাংলাদেশ পূর্ণাঙ্গ সফরের জন্য পাকিস্তানে যাক অপর দিকে শুধু টি-২০ খেলতে রাজি বিসিবি। দুই বোর্ডের অনঢ় অবস্থানের কারণে গুঞ্জন উঠেছে বাংলাদেশ পাকিস্তান সফর বাতিল করবে।
এরই মধ্যে পাকিস্তানে আপাদত শুধু টেস্ট ও টি-২০ বিশ্বকাপের আগে সুবিধাজনক সময়ে টি-২০ সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে পিসিবি। পাকিস্তানের প্রস্তাব নিয়ে ইতোমধ্যে দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। পিসিবি’র নতুন প্রস্তাবের ব্যাপারে বিসিবির অবস্থান আগামীকাল পরিষ্কার হওয়া যাবে।
তবে, বরাবরের মতো পাকিস্তান সফরে অনাগ্রহ দেখিয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিসিবি সূত্রে জানা গেছে “জিও” তে যে ত্রিশ ক্রিকেটার সাক্ষর করেছেন তাতে মুশফিকুর রহিমের সাক্ষর নেই! এমনকি পিএসএলে বাংলাদেশ থেকে ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করালেও মুশফিকুর রহিম নাম নিবন্ধন করান নি।
এছাড়াও হেড কোচ রাসেল ডমিঙ্গো ছাড়া বিদেশি কোচিং স্টাফের বড় অংশ কে ও পাকিস্তান সফরে পাওয়া যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে। হেড কোচ রাসেল ডমিঙ্গো পাকিস্তানে যেতে কোন আপত্তি নেই বলে জানিয়েছিলেন। আর বিসিবির ইচ্ছাতেই পাকিস্তান সফরে দলের সাথে থাকবেন না স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভিট্টোরি।