শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সাকিবের অভিমত কী?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে। এই শ্রীলঙ্কাকেই বিশ্বকাপে সামনে পেয়েছিল বিশ্বকাপের আসরে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে অবশ্য মাঠে নামা হয়নি টাইগারদের। বেরসিক বৃষ্টি ম্যাচের ভাগ্য কেড়ে নেয়।

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন ভক্ত সমর্থক থেকে শুরু করে দলের ক্রিকেটাররা। তবে সেই বাস্তবতা এবার দেখা গিয়েছে ওয়ানডে সিরিজে। বিশ্বকাপে বাংলাদেশ দলের কাণ্ডারি সাকিব আল হাসান সেই পরিত্যক্ত ম্যাচ নিয়ে জানালেন ফলাফল যেকোনো কিছুই হতে পারতো।

সাকিবের ভাষ্য, ‘এই সিরিজটা আসলে হতাশার। সিরিজ হারলেও অন্তত একটা ম্যাচ জিততে পারলে আত্মবিশ্বাসটা পেতাম। হয়তো ভালোভাবে ৩-৪ বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল, খেলতে পারলাম না আমরা। সবাই তখন বলেছিল নিশ্চিত দুই পয়েন্ট হারিয়েছি। এই সিরিজ সেটাই প্রমাণ করলো যে ওই দুই পয়েন্ট নিশ্চিত ছিল না। জিতিতে পারতাম আবার হারতেও পারতাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »