নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ৩টি টি-টেয়েন্টি, ৩টি ওয়ানেডে ও ২টি টেস্ট খেলবে লঙ্কান দল। এই সিরিজের জন্য চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এই সিরিজের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। মিরপুরের হোম অব ক্রিকেট কোনো ম্যাচ রাখা হয়নি।
আগামী পহেলা মার্চ ঢাকায় আসবে লঙ্কান দল। ঢাকা থেকেই সিলেটে চলে যাবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ০৪ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ০৬ ও ০৯ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৩ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে সিলেটে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২২ থেকে ২৬ মার্চ হবে প্রথম টেস্টে। আর ৩০ মার্চ-০৩ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
নিউজক্রিকেট২৪/আরএ