https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপ চলাকালেই ইনজুরিতে ভুগছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই ইনজুরি নিয়েই বিশ্বকাপের আসরে খেলে গেছেন পুরো আসরে। অবশ্যনামের প্রতি সুবিচার করতে পারেননি নিজের শেষ বিশ্বকাপে।
এদিকে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরেরও অধিনায়ক করা হয়েছিল মাশরাফিকে। কিন্তু লঙ্কাইয় দল পাড়ি জমানোর ঠিক আগের দিন দলের প্রধান নির্বাচকের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টার খবর প্রকাশ করেছে শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না নড়াইল এক্সপ্রেসের। তার বদলি ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা।
নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘আজ অনুশীলনের সময় তার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পাইনি আমরা। তবে এই মুহূর্তে তাকে খেলানোটা কঠিন হবে। তার বদলি ক্রিকেটার হিসেবে আমরা ফরহাদ রেজাকে দলে নিচ্ছি।’