শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের অধিনায়ক থাকছেন মাশরাফি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল টুর্নামেন্ট শেষ করেছে অষ্টম স্থানে থেকে। শুরুটা দারুণ করলেও শেষটা রাঙাতে ব্যর্থ টাইগার স্কোয়াড। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে পুরো দল সমালোচিত হলেও একটু বেশি সমালোচিত হয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এদিকে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন মাশরাফি সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। ধারণা করা হয়েছিল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অবসরের ঘোষণা দিবেন মাশরাফি। তবে আদতে সেটা হয়নি। নিজের ঙিনা হোম অব ক্রিকেট মিরপুররকেই বেছে নিয়েছেন তার অবসরের জন্য।

আজ (শুক্রবার) দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং নির্বাচক হামিবুল বাশার সুমনের সাথে দীর্ঘ সময় বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

অর্থাৎ মাশরাফি যেহেতু ঘরের মাঠেই কোনো ম্যাচে অবসর নিবেন তাই এখনও ওয়ানডে অধিনায়কের দায়িত্বে থাকছেন তিনি। এরই অংশ হিসেবে লঙ্কা সফরে দায়িত্ব বর্তানো হয়েছে মাশরাফির কাঁধে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়বে ২৩ জুলাই। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৮ এবং ৩১ জুলাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »