নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের। এই সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
সোমবার দল ঘোষণার বিষয়ে আকরাম খান বলেন, ‘আমাদের সভাপতি দেশের বাইরে আছেন। কাল (মঙ্গলবার) বা পরশুর মধ্যে আমরা স্কোয়াড দিয়ে দিব। সম্ভবত কালকেই স্কোয়াড দিব। আমরা পরিকল্পনা করেছি ১৪ জন পাঠাব। হয়তো একজন বাড়তে পারে।’
পবিত্র হজ্বব্রত পালনের জন্য ছুটি চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে নিজের বিয়ের জন্য ছুটি চেয়েছেন টাইগার তরুণ তুর্কি লিটন কুমার দাস। তাদের বিষয়ে আকরাম খানের ভাষ্য, ‘সাকিব হজ্বে যাচ্ছে। এছাড়া লিটনের বিয়ে অনেক আগেই ঠিক হয়েছে। এই দুজন ছাড়া সবাই যাচ্ছে। ওদের আমরা মিস করব।’
এদিকে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘হেড কোচের ব্যাপারে ক্রাইসিস আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত সুজনকে দিয়ে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে অন্য কোচ দেখব আমরা।’