শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ৩৭ সদস্যের প্রাথমিক দল

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলায় টাইগারদের শ্রীলঙ্কা সফর দেখা দিয়েছে শঙ্কা। দেশের পরিস্থিতির উন্নতি না হওয়ায় জুলাইয়ের পরিবর্তে আগস্টে সিরিজটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর এই সিরিজ নিয়ে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচক কমিটি বোর্ডের কাছে ৩৭ জন ক্রিকেটারের নাম জমা দিয়েছে। বিসিবির নির্বাচক কমিটির এক সদস্য দেশের জনপ্রিয় একটি সংবাদমাধ্যমকে এ ব্যাপারটি নিশ্চিত করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই বোর্ড কর্মকতা জানান, ‘আমি শুনেছি আগস্টে শ্রীলংকা সফরে যাওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে এখন। তবে চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি। জুলাইয়ে যে যাওয়ার কথা সেটাও এখন পর্যন্ত বাতিল হয়নি। আমরা ইতোমধ্যে ৩৭ জনের নাম দিয়েছি বোর্ডের কাছে, কিছু নিশ্চিত হলেই স্কোয়াড জানানো হবে।’

এদিকে করোনা পরিস্থিতির কথা চিন্তা করে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যেতে রাজি ছিলে না বেশ কয়েকজন ক্রিকেটার। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিলো টিম টাইগার্সের। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।।

স্কোয়াড নির্বাচন নিয়ে বিসিবির নির্বাচক কমিটির এই সদস্য জানান, ‘আমরা যদি সেখানে টেস্ট খেলি তাহলে টেস্টের জন্য স্কোয়াড তৈরি করা হবে। এছাড়া সেখানে যদি টেস্টের সাথে অন্য ফরম্যাটও খেলতে হয় তাহলে সেটা ওপর নির্ভর করেও স্কোয়াড সাজানো হবে। আর করোনা ভাইরাসের এমন পরিস্থিতি আরও অনেকদিন থাকতে পারে।’

তবে আশার কথা হলো এখনো শ্রীলঙ্কায় সেভাবে করোনার প্রভাব পড়েনি। আর খেলা শুরুর জন্য শ্রীলঙ্কাই হবে উপযুক্ত জায়গা বলে বিশ্বাস করেন বিসিবির এই কর্মকর্তা।

এ ব্যাপারে তিনি বলেন, ‘যখনই খেলা শুরু হোক না কেন আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে অবশ্যই। ব্যক্তিগতভাবে আমি মনে করি খেলা শুরু করার জন্য শ্রীলঙ্কা এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ জায়গা। আমাদের যদি দল পাঠাতে হয় তবে প্রধান কাজ হচ্ছে ২০ জন খেলোয়াড়কে প্রস্তুত রাখা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »