শ্রীলঙ্কা দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত পাকিস্তান

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

মুদ্রার এক পিঠে শ্রীলঙ্কা, আবার উল্টো পিঠেও যেন সেই শ্রীলঙ্কাই! দশ বছর আগে পাকিস্তান সফরে গিয়ে জঙ্গি হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা দল। তবে ঘুরেফিরে আবারও সেই পাকিস্তান সফরেই যাচ্ছে লঙ্কা দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা করে যাচ্ছে। যার লক্ষ্যে পিএসএলের কিছু ম্যাচও আয়োজন করেছে তারা নিজ দেশেই। অন্যদিকে শ্রীলঙ্কা দলকে প্রথমে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেয়া হয়েছিল পিসিবি থেকে কিন্তু সেটা শেষ পর্যন্ত ওয়ানডে ও টি-২০ সিরিজে পরিণত হয়।

সিরিজ যাই হোক না কেন লঙ্কান দলের সিনিয়র দশ ক্রিকেটার যাচ্ছে না পাকিস্তানে সেটা জানা গিয়েছে আগেই। ফলে দুই সিরিজের জন্য নতুন দুই অধিনায়ক নির্বাচন করে শ্রীলঙ্কা থেকে পাঠানো হচ্ছে দল। তবে বিপত্তি বেধেছে এখানেও। শ্রীলঙ্কা দল যদি আবারও পাকিস্তানে যায় তবে তাদের ওপরর আবার হামলা করার হুমকিও পাওয়া গেছে। ফলে পাকিস্তান সফরে যাওয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নতুন করে।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীলঙ্কা দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। পিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতি আমরা দেখেছি। শ্রীলঙ্কা দলের নিরাপত্তার ব্যাপারে কোনো কোনো ধরণের তথ্য বা ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আবারও পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছে পিসিবি। শ্রীলঙ্কা দলকে আমরা পূর্ণ নিরাপত্তা দিব এবং তাদের বোর্ডের সাথে সম্পর্ক বজায় রেখেই কাজ করে যাব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »