নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে শনিবার দুপুরে ঢাকা ত্যাগ করে ১২ সদস্যের বাংলাদেশ দল। সন্ধ্যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি শ্রীলঙ্কায় পৌঁছেছে। বাকি দুই সদস্য তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ভারত থেকে রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তারা দুজন ভারতে বিসিবি একাদশের হয়ে মিনি রঞ্জি ট্রফিতে খেলছিলেন।
এদিকে বাংলাদেশ দলকে ভিভিআইপি নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিমান বন্দরে পৌঁছালে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৯ জুলাই দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।