শ্রীলঙ্কায় পৌঁছেছেন বাংলাদেশ ‘এ’ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২টি চারদিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছেন বাংলাদেশ ‘এ’ দলের সদস্যরা। আর সেখানে পৌঁছানোর পর বাংলাদেশ ‘এ’ দলকে রাজকীয়ভাবে বরণ করে নেন শ্রীলঙ্কা। এ সময় একটি জাতীয় দলকে যেভাবে স্বাগত জানানো হয় ঠিক সেভাবেই টাইগারদের ‘এ’ দলকে স্বাগত জানায় তারা।

এ সফরের ম্যাচ শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম চারদিনের ম্যাচ। তারপর তিন দিনের বিরতি কাটিয়ে ৩০ সেপ্টেম্বর ২য় চারদিনের ম্যাচ খেলতে নামবেন টাইগাররা। আর এই চারদিনের ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ ‘এ’ দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। যা অনুষ্ঠিত হবে ৭, ৯ ও ১২ই অক্টোবর।

বাংলাদেশ ‘এ’ দলঃ মুমিনুল হক (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, এনামুল হক, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, আবু জায়েদ, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাহউদ্দিন শাকিল, মেহেদি হাসান রানা ও নাজমুল শান্ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »