শ্রীলঙ্কার হেড কোচ হচ্ছেন মিকি আর্থার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে চলছে আলোচনা ও সমালোচনার খেলা। এখন কোচ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কেননা তাদের বর্তমান হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের সাথে বোর্ড এবং ক্রিকেটারদের সম্পর্ক ভালো নেই। কিছুদিন আগে নির্বাচক প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে এ কোচকে। তবে এখন হেড কোচ থেকেও বাদ যেতে পারেন তাকে। তার জায়গায় আসতে পারেন প্রোটিয়া মিকি আর্থার।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) মিকি আর্থার’কে হেড কোচ হিসেবে চাচ্ছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা তাদের পরিকল্পনা সাজিয়ে রেখেছে। শোনা যাচ্ছে পাকিস্তান সিরিজ দিয়ে লঙ্কানদের সাথে যোগ দিবেন আর্থার। যদি সে জায়গায় ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক রামপ্রকাশেরও নাম শোনা যাচ্ছে। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড চাইছে প্রোটিয়া কোচকে।

অনেক হাই প্রোফাইল কোচদের একজন মিকি আর্থার। কোচ হিসেবে তিনি অনেক অভিজ্ঞ। তার অধিনে পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় লাভ করে। পাকিস্তান হয়ে তিন বছর কোচিং করান তিনি। তাছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলেরও হেড কোচ ছিলেন আর্থার।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেন, ‘আমরা আর্থারের সঙ্গে বৈঠক করেছি। দ্রুতই সিদ্ধান্ত দেয়া হবে এই বিষয়ে। আমরা আশাবাদী দ্রুতই চুক্তি সম্পন্ন করার ব্যাপারে।’ তিনি আরো উল্লেখ করেন ‘২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়ের পেছনে বড় অবদান ছিল আর্থারের।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »