নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ইনজুরির কারণে বাদ পড়লেন অ্যান্ড্রু টাই। তার বিপরীতে ৫বছর পর দলে ফিরছেন শন অ্যাবট।
শুক্রবার দলের মূল প্রশিক্ষণের সময় টাইয়ের লিগামেন্টে ক্ষতির আশঙ্কা দেখা দেয়। যদিও বা এরপর পরই টাইয়ের সিডনী যাওয়ার কথা ছিকো প্রস্তুতি ম্যাচের পর। কিন্তু ফিট থাকা সত্বেও দুর্ভাগ্যবশত টাই ইনজুরি কবলিত হন।
চলতি মৌসুমে বল হাতে উইকেট পেয়েছেন বেশকিছু। যেকারণে স্কোয়াডে একপ্রকার জায়গা পাকাপাকি ছিলো তাঁর। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ-ই ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে। আর তার বিপরীতে দলে জায়গা পেয়েছেন শন অ্যাবট। শন অ্যাবট, যার বাউন্সারে হিউজের মৃত্যুর পর একপ্রকার মুষড়ে পড়েছিলেন। এরপর ঘরোয়া লীগে খেললেও জাতীয় দলের হয়ে দেখা যায়নি তাকে৷ এবার সতীর্থ টাইয়ের ইনজুরির কল্যাণে আবারো ফিরলেন দলে।