শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা, ফিরেছেন ইমরুল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই এই সিরিজকে সামনে রেখে তামিমের নেতৃত্বে ২৩ সদস্যের প্রথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা বিরতি শেষে প্রথমিক এই দলে ফিরলেন বাহাতি ওপেনার ইমরুল কায়েস।

এর আগে সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে ২০১৯ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন ইমরুল। ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফর্ম করার ফলস্বরূপ দলে ডাক পেলেন এই ওপেনার। ২৩ সদস্যের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। এছাড়া নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটাররা আছেন এই স্কোয়াডে। এছাড়া স্কোয়াডে রয়েছেন সাকিব আল হাসান।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। চলতি মাসের ২৩, ২৫ ও ২৭ মে।

একনজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »