নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা । প্রথম দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিলো শ্রীলঙ্কা। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই রাজিথার বলে বোল্ড হয়ে ০ রানে ফিরে যান ফখর জামান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শক্তভাবেই প্রতিরোধ গড়ে তুলে বাবর আজম ও হারিস সোহেল। দুই জনের জুটি থেকে আসে ৭১ বলে ৭৬ রান । ৩২ বলে ২৭ রান করে বাবর আজম ফিরে গেলে ভাঙ্গে তাদের ৭৬ রানের জুটি। তৃতীয় উইকেট জুটিতে হারিস সোহেল ও সরফরাজের জুটি থেকে ১৮ রান। ৪ চার ও ১ ছক্কায় ৫০ বলে ৫২ রান করে ফিরে যান হারিস সোহেল।
৯৪ রানে ৩ উইকেট হারানো দলটা ১০০ পেরোতেই হারিয়ে বসে আরও ৩ উইকেট। শেষের দিকে ইফতেখারের ১৭ রান ও ওয়াহাব রিয়াজের ১২ রান কেবল ব্যবধানটাই কমাতে পেরেছেন এড়াতে পারেনি দলের হার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করে পাকিস্তান। লঙ্কানদের হয়ে তিনটা উইকেট নেন সিলভা, দুইটি উইকেট নেন কুমারা আর একটি উইকেট নেন রাজিথা।
এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা বেশি ভালো করতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ৩০ রানেই দলের সেরা তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা। দলীয় মাত্র ২৪ রানেই আমিরের বলে বোল্ড হয়ে ৯ বলে ৮ রান করে ফিরে যান গুনাথিলাকা। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৪ রান যোগ করতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন ইমাদ ওয়াসিম। ১ চারের সাহায্যে ১২ বলে ১২ রান করে ফিরেন যান সাদেরা। সাদেরা ফিরতে না ফিরতেই প্যাভিলিয়নের পথ ধরেন গত ম্যাচের ৭৭ রান করা রাজাপাকশা।
মাত্র ৩০ রানে ৩ উইকেট হারানো লঙ্কানে টেনে তোলার চেষ্টা করেন পেরেরা ও ফার্নান্দো তবে সেটা বেশি সময় সচল রাখতে পারেনি। ১১ বলে ১৩ রান করে রান আউটে কাটা পড়েন পেরেরা। এক পাশে ফার্নান্দো দাঁড়িয়ে থাকতেই ঐ পাশে চলছিলো ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। ধ্বংসস্তুপের মাঝো দাঁড়িয়ে ৪৮ বলে ৩ ছয় ও ৮ চারের সাহায্যে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ফার্নান্দোর ঐ ৭৮ রানের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। পাকিস্তানের হয়ে ৩ টি উইকেট নেন আমির ও ১ টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিম।
স্কোরকার্ড :
শ্রীলঙ্কা: ১৪৭/৭ ( ওভার ২০) ফার্নান্দো ৭৮,পেরেরা ১৩, সানাকা ১২, আমির ৩/২৭, ইমাদ ওয়াসিম ১/১৮
পাকিস্তান: ১৩৪/৬ ( ওভার ২০) হারিস সোহেল ৫২, বাবর আজম ২৭, ইফতেখার ১৭, সিলভা ৩/২১,কুমারা ২/২৪