https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
শ্রীলঙ্কার সেনাবাহিনীর কমিশনার হতে যাচ্ছেন দেশটির ক্রিকেটার দীনেশ চান্দিমাল। এমন খবর নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল সুমিত আতাপাত্তু।
জাতীয় দলের হয়ে একসময় দাপিয়ে বেড়িয়েছেন দীনেশ চান্দিমাল। দলের নির্ভরযোগ্য ক্রিকেটারদের একজন হয়েও ছিলেন দীর্ঘ সময়। তবে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য তিনি। কোচ চন্ডিকা হাথুরুসিংহের আমলে জাতীয় দলের অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলা হয় তাকে। এরপর আর দলের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি।
গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফিকার বিপক্ষে সিরিজের আগে বরখাস্ত হওয়া এই অধিনায়ককে জায়গা দেয়া হয়নি বিশ্বকাপের স্কোয়াডেও। এরপর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল লঙ্কানরা। ঘরের মাঠে অনুষ্ঠিত ওই সিরিজেও দলের সঙ্গী হতে পারেননি তিনি।
একের পর এক হতাশাময় দিন পার করার পর দেশটির সেনাবাহিনীর কমিশনার পদে আবেদন করেন তিনি। তার এই আবেদনে সাড়া দিয়ে তাকে সেনাবাহিনীতে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল সুমিত আতাপাত্তু জানান, ‘চান্দিমালের সেনাবাহিনীতে যোগ দেয়ার অনুরোধ গ্রহণ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শ্রীলঙ্কা আর্মি ক্রিকেট দলের হয়ে খেলবে বলেও আশা করছি।’