নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে ৩১৭ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। দলটির দেওয়া ৩৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় রোহিতদের।
আজ রোববার (১৫ জানুয়ারি) ভারতের দেয়া ৩৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে মোটেও ভালো করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা।
ব্যাট হাতে মাঠে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আভিশকা ফার্নান্দো। এরপরে তিন নম্বরে নেমে ব্যাট হাতে বেশি সময় থাকতে পারেনি কুশল মেন্ডিসও। এভারে বাকীরা আসা যাওয়ার মাঝেই থাকেন। তবে ওপেনার নুয়ানিন্দো ফার্নান্দোকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয় দাসুন শানাকা। শেষ পর্যন্ত ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন নুয়ানিন্দো। ভারতের হয়ে বল হাতে মোহাম্মদ সিরাজ ৩২ রান খরচ করে চার উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিং করতে নেমে দারুণ খেলেছে ভারত। যেখানে দুই ওপেনার রোহিত এবং গিল উদ্বোধনী জুটিতে ভারতের সংগ্রহ হয় ৯৫ রান। তবে রোহিত ৪২ রান করে আউট হলেও আরেক ওপেনার গিল সেঞ্চুরি করেছেন। এছাড়া কোহলির ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রানের বিশাল সংগ্রহ করে ভারত।
এস.আর/নিউজক্রিকেট২৪